ঠাকুরগাঁওয়ে ফুটবল খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মমিনুর রহমান (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের আগে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মমিনুর রহমান ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ী বাজার এলাকার আহমদ আলীর ছেলে। তিনি ঠাকুরগাঁও সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন এবং শহরের দুরামারি এলাকায় একটি মেসে থেকে পড়াশোনা করতেন।
শুক্রবার সকালে মেসের পাশের একটি স্কুল মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যান মমিনুর। খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যেই হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে থাকা সহপাঠীরা দ্রুত তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. সারোয়ার আলম খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিকেলে মরহুমের লাশ নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয় এবং পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।