বাংলাদেশ থেকে মিয়ানমারে খাদ্যপণ্য পাচারের আড়ালে মাদকদ্রব্য আমদানির একটি চক্রকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় বিপুল পরিমাণ খাদ্যপণ্যসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা, মদসহ বিভিন্ন মাদকদ্রব্য মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা করছে। এ তথ্যের ভিত্তিতে গত ১৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে কোস্টগার্ড জাহাজ ‘কামরুজ্জামান’ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহভাজন একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে সংগ্রহ করা প্রায় ৩৭ লাখ ৭০ হাজার টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে ছিল ১০,০০০ কেজি ডাল, ১ লাখ ৫০ হাজার পিস মশার কয়েল, ২,৫০০ কেজি রসুন, ১,০০০ কেজি টেস্টিং সল্ট, ১০,০০০ পিস রয়েল টাইগার এনার্জি ড্রিঙ্ক এবং ২,৫০০ কেজি পেঁয়াজ।
এ সময় পাচারকাজে ব্যবহৃত বোটসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, ‘চোরাচালান ও মাদক প্রতিরোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’