ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

তারেক রহমানের উপহার ‘হুইল চেয়ার’ পেল নেত্রকোনার শিশু রিফাত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৩:৫৪ পিএম
নেত্রকোনার কেন্দুয়ার শিশু রিফাতকে তারেক রহমানের উপহার হুইল চেয়ার তুলে দেওয়া হচ্ছে। ছবি- সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রিফাতকে উপহার হিসেবে একটি হুইল চেয়ার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষ থেকে রিফাতের হাতে এই হুইল চেয়ার তুলে দেন ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. মোস্তফা-ই জামান সেলিম।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কেন্দুয়ায় রিফাতের হাতে এই হুইল চেয়ার তুলে দেওয়ার সময় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত থেকে শিশুটিকে উৎসাহ ও ভালোবাসা দিয়ে ঘিরে রাখেন।

ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম বলেন, তারেক রহমান সবসময় মানবিক উদ্যোগে বিশ্বাস করেন। রিফাতের মতো শিশুদের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব।

এদিকে, হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত রিফাত ও তার পরিবার। রিফাতের বাবা বাচ্চু মিয়া বলেন, এই সহায়তা আমাদের সন্তানের জীবনে নতুন সম্ভাবনা ও চলার শক্তি জোগাবে। এতদিন রিফাতের চলাফেরায় যে কষ্ট ছিল, এই হুইল চেয়ার তা অনেকটা লাঘব করবে। আমরা এই সহযোগিতার জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ।