ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

মহাসড়ক অবরোধ করে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৫:১২ পিএম
পিরোজপুর মহাসড়কে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল। ছবি- রূপালী বাংলাদেশ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে পিরোজপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে শহরের খুলনা-বরিশাল মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, জেলা সভাপতি ইমরান খান রাসেলসহ আরও অনেকে।

বক্তারা বলেন, নুরুল হক নুরের ওপর হামলায় যৌথ বাহিনীসহ যারা জড়িত রয়েছে, তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

এর আগে দিনব্যাপী শহরের পুরাতন বাসস্ট্যান্ডসংলগ্ন একটি কনভেনশন হলে নুরুল হক নুরের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও নবগঠিত পিরোজপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এ সময় দলের জেলা ও উপজেলা পর্যায়ের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।