রূপকথার গল্পে যেমন শোনা যায় মাটির নিচে গুপ্তধনের কথা, ঠিক তেমনই ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গার দামুড়হুদায়। উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে মাটি খুঁড়তে গিয়ে এক কলস ভর্তি প্রাচীন রুপার মুদ্রা উদ্ধার হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে দোকানঘর নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় ওই মুদ্রাগুলো পাওয়া যায়। পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুদ্রাগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্পাসডাঙ্গা বাজারে শহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ী তার দোকানঘরের নির্মাণকাজ শুরু করেন। সকাল থেকেই এস্কেভেটর দিয়ে মাটি খোঁড়ার কাজ চলছিল। একপর্যায়ে মাটির নিচ থেকে উঠে আসে একটি মাটির কলস। শ্রমিকরা সেটি ওপরে তুলে ভাঙা কলসের ভেতর দেখতে পান শত শত সাদা রঙের ধাতব মুদ্রা।
পরে স্থানীয় এক স্বর্ণকার মুদ্রাগুলো পরীক্ষা করে জানান, সেগুলো রুপার তৈরি। প্রতিটি মুদ্রার গায়ে ব্রিটিশ আমলের ছাপ ও সাল উল্লেখ রয়েছে। মুদ্রাগুলো ১৮৬৫, ১৯০২ এবং ১৯০৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে তৈরি।
ঘটনাটি জানাজানি হতেই উৎসুক জনতার ভিড় জমে যায় এলাকাজুড়ে।
শহিদুল ইসলাম বলেন, ‘আমি জানতামই না এমন কিছু থাকতে পারে। হঠাৎ কলসটি ভেঙে গেলে এক শ্রমিক ভেতর থেকে সাদা রঙের কয়েন বের করে আনে। পরে দেখি এগুলো রুপার মুদ্রা।’
দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবীর বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। উদ্ধারকৃত মুদ্রাগুলো থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো রুপার। যাচাইয়ের জন্য সেগুলো চুয়াডাঙ্গা জেলা সদর দপ্তরে পাঠানো হবে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’