ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রীর মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৪:২৭ পিএম
স্কুল ছাত্রীর মৃত্যুতে এলাকায় শোক। ছবি- রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মশার কয়েল জ্বালাতে বিষধর সাপের কামড়ে লিমা আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের দক্ষিণ নগরাজপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত লিমা ওই এলাকার আব্দুল লতিফ ও রোজিনা বেগম দম্পতির মেয়ে এবং নগরাজপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

নিহত লিমার পরিবার সূত্রে জানা যায়, লিমা রাতে খাবার পর তার মায়ের সঙ্গে একঘরে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে গোয়াল ঘরে মশার উপদ্রবে গরু দাপাদাপি শুরু করলে লিমার বাবা লিমাকে গোয়াল ঘরে মশার কয়েল জ্বালাতে বলেন। বাবার কথামতো লিমা অন্ধকারে খাটের পাশে ঘরের দেয়ালে রাখা গোয়াল ঘরের চাবির গোছা নিতে গেলে বিষধর সাপ তার হাতে কামড় দেয়। সাপটি কামড় মেরে ঘরের ভিতরের গর্তে ঢুকে পড়ে।

সাপের কামড় খেয়ে লিমা চিৎকার শুরু করলে পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা এসে মাটির খুঁড়ে গর্ত থেকে সাপটিকে বের করে পিটিয়ে মেরে ফেলে। এদিকে লিমার শরীরে বিষক্রিয়া শুরু হলে পরিবারের লোকজন তাকে দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শে লিমাকে নিয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা দেয় তার পরিবার। তবে রংপুর পৌঁছানোর আগেই সকাল সাতটা নাগাদ পথিমধ্যে লিমার মৃত্যু হয়।

নগরাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আনোয়ারুল হক জানান, ‘লিমা বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্রী ছিল। সে কখনও স্কুল ফাঁকি দিত না এবং অত্যন্ত মেধাবী ছিল। তার এমন অস্বাভাবিক মৃত্যুতে আমরা শোকাহত।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ওসি শওকত আলী সরকার জানান, ‘মরদেহের সুরতহাল শেষে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে।’