ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

ইসরায়েলে ৬ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৫:৩১ পিএম
ছবি- সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান ইসরায়েল-হামাস যুদ্ধের প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলের কাছে প্রায় ৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন চাইছে। বিষয়টি শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত অস্ত্র বিক্রির মধ্যে রয়েছে ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টার, যার জন্য বরাদ্দ ধরা হয়েছে ৩.৮ বিলিয়ন ডলার। পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনীর জন্য ৩ হাজার ২৫০টি পদাতিক অ্যাসল্ট যান কেনার চুক্তির মূল্য ধরা হয়েছে ১.৯ বিলিয়ন ডলার।

জার্নালের হাতে আসা নথি অনুসারে, অস্ত্রগুলো সরবরাহ হতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। এ খরচ মেটানো হবে যুক্তরাষ্ট্রের প্রদত্ত বিদেশি সামরিক অর্থায়ন (এফএমএফ) থেকে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এ বিক্রির অনুমোদনের জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তর হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি এবং সিনেট ফরেন রিলেশন্স কমিটির চার শীর্ষ রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতার সম্মতি চাইছে।

সূত্র আরও জানায়, প্রস্তাবিত অস্ত্র বিক্রির চুক্তিটি প্রথম কংগ্রেস নেতাদের কাছে পাঠানো হয় প্রায় এক মাস আগে, ৯ সেপ্টেম্বর অর্থাৎ কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলার আগেই। তবে সেই হামলার পরও ট্রাম্প প্রশাসন অনুমোদনের জন্য চাপ অব্যাহত রেখেছে।