রাজধানীর ডেমরা এলাকার একটি বাসার তৃতীয় তলার কক্ষ থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন তিনি।
নিহত আয়েশা আক্তার নিপা (৩০) কুমিল্লার মুরাদনগর উপজেলার করমতলা গ্রামের মো. খোকন মিয়ার মেয়ে। বর্তমানে স্বামীর সঙ্গে ডেমরার সারুলিয়া মা মেমোরি স্কুলের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল জানান, খবর পেয়ে আজ বিকেলের দিকে ঘটনাস্থলের বাসার তৃতীয় তলার একটি কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাচানো ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর অচেতন দেহ উদ্ধার করি।
তিনি আরও জানান, নিহতের স্বজনদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করতে পারেন। তবুও মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।