ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

সুন্দরবনে এবার বিদেশি নারী পর্যটকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৭:৩৭ পিএম
কারমেল নোয়েলেনের ভিসা। ছবি- সংগৃহীত

সপ্তাহের ব্যবধানে সুন্দরবন ভ্রমণে এসে এবার বিদেশি নারী পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই পর্যটকের নাম কারমেল নোয়েলেন (৫৫)। তিনি আয়ারল্যান্ডের নাগরিক। স্বামীর সঙ্গে বাংলাদেশের সুন্দরবন ভ্রমণে আসেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী স্টেশনের সুপতি খাল এলাকায় পর্যটকবাহী এমভি আলাস্কা লঞ্চে বসে হঠাৎ অসুস্থ হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা অঞ্চলের নৌপুলিশের পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ বলেন, ‘গতকাল শুক্রবার সকালে খুলনা থেকে এমভি আলাস্কা লঞ্চে করে স্বামীর সঙ্গে কারমেল নোয়েলেন সুন্দরবন ঘুরতে আসেন। আজ বেলা ১১টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী স্টেশনের সুপতি খাল এলাকায় পর্যটকবাহী এমভি আলাস্কা লঞ্চে কারমেল নোয়েলেন হঠাৎ বুকে ব্যাথা উঠে অসুস্থ হয়ে পড়েন।’

পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ আরও বলেন, ‘ওই লঞ্চে থাকা চিকিৎসক দ্রুত এসে অসুস্থ নারী পর্যটককে পরীক্ষা–নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা সম্ভব হয়নি। কারমেল নোয়েলেন আয়ারল্যান্ডের নাগরিক। তিনি পেশায় কী, বাংলাদেশে কবে এসেছেন– বিস্তারিত এখনো জানতে পারিনি।’

এর আগে, গত ১৩ সেপ্টেম্বর সকালে কচিখালী অভয়ারণ্য স্টেশনের ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে ডুবে মারা গিয়েছিলেন এক কিশোর পর্যটক। তার নাম মাহিত আব্দুল্লাহ (১৬)। পরিবারসহ ৭৫ জন পর্যটকের একটি দল ঢাকা থেকে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন ওই কিশোর পর্যটক।