ট্যুরিজম খাতকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ভাইয়া গ্রুপের চেয়ারম্যান মারুফ সাত্তার আলী রাসেল।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ভাইয়া হোটেলস আয়োজিত ‘সল্ট বে কিডস ফেস্ট’ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মারুফ সাত্তার আলী বলেন, “দুঃখ লাগে, বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫০ বছরেরও বেশি সময় আগে। আমাদের সঙ্গে সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়ার মতো অনেক দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু দেখুন, আজ তারা ট্যুরিজম খাতে কতটা এগিয়ে গেছে, আর আমরা কোথায় আছি।”
তিনি আরও বলেন, “আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের আর্কিটেক্ট, আমাদের শ্রমিকরা সেসব দেশেই কাজ করছে। ৫ আগস্টের পর দেশ আবার স্বাধীন হয়েছে। এখনই সময় নতুন করে শুরু করার। চলুন আমরা শুরু করি, যাতে আগামী ৫০ বছর এই অগ্রযাত্রা অব্যাহত থাকে। ইনশাল্লাহ, আমরা এগিয়ে যাব।”
সম্প্রতি বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে যাওয়ার রাস্তায় ঝুম বৃষ্টিতে আটকে পড়া অর্ধেক ডোবা বিএমডাব্লিউ গাড়ির ছাদে দাঁড়িয়ে ভাইরাল হয়েছিলেন তিনি।