ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে স্টাফদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ৯ বছর বয়সী এক শিশুকে সন্ধ্যায় ঢামেকের ২১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে রাত ৯টার দিকে শিশুটি মারা যায়। স্বজনরা চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে চিকিৎসকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ট্রলিম্যানসহ স্টাফদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। রাত পৌনে ১০টার দিকে বংশাল এলাকা থেকে শতাধিক যুবক হাসপাতালে এসে জরুরি বিভাগে হামলা ও ভাঙচুর চালায়। এতে অন্তত পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে দুই জন বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন আছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় দুইজনকে পুলিশ ক্যাম্পে আটক রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।