ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

মানব পাচারের গোপন আস্তানা  থেকে ৬৬ জনকে উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০১:০৬ এএম

কক্সবাজারের টেকনাফে মানব পাচারের গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। গতকাল শুক্রবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পাচারকারীদের একটি সংঘবদ্ধ চক্র সাগর পথে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে বন্দি করে রেখেছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার ব্যক্তিরা জানান, বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের লোভ দেখিয়ে পাচারকারীরা তাদের আটকে রাখে। পরিকল্পনা ছিল সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ উপকূল থেকে বোটে মালয়েশিয়া পাচার করা। এ সময় বন্দিদের ওপর নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায়েরও চেষ্টা করা হচ্ছিল।

অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে কোস্ট গার্ডের এক কর্মকর্তা বলেন, পাচারকারীদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। মানব পাচার রোধে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও চলবে বলে তিনি জানান।