ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

ইয়াবাসহ নারী আটক

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০২:১৬ এএম

বাগেরহাট সদর মডেল থানার পৌরসভার নাগেরবাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ফরিদা বেগম (৫৫) নামের এক নারীকে আটক করা হয়। গতকাল দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, নাগেরবাজার মাছ বাজারে একটি ভাতের হোটেলে সকাল সাড়ে ১০টায় অভিযান চালায় পুলিশ। এ সময় হোটেলের মালিক মৃত মতিয়ার রহমানের স্ত্রী ফরিদা বেগমের দেখানো মতে হোটেলের ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটক ফরিদা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি মাদকবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।