ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

সুপার ফোরে প্রতিপক্ষ শ্রীলঙ্কা

জয়ের অভিন্ন লক্ষ্য লিটন-তাসকিনদের

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০২:২২ এএম

এশিয়া কাপের সুপার ফোর পর্ব শুরু হচ্ছে আজ। এই পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কা পরস্পরের মুখোমুখি হচ্ছে। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুই দলের ম্যাচটি শুরু হবে। এই ম্যাচে জয়ের অভিন্ন লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। গত ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও এবার আত্মবিশ^াসী লিটন-তাসকিনরা। অন্যদিকে, টুর্নামেন্টে অপ্রতিরোধ্য থাকা শ্রীলঙ্কা শিবিরে জয়ের ছন্দ ধরে রাখার প্রত্যয়। ধারণা করা হচ্ছে, দুই দলের ম্যাচটিতে ভালো লড়াই হবে এবং উপভোগ্য একটি ম্যাচ হবে।

আগে গ্রুপ পর্বের সব ম্যাচে আবুধাবিতে খেলেছে বাংলাদেশ। এবার দুবাইয়ের মাঠে নতুন মিশনে নামবে তারা। এরই মধ্যে অনুশীলনে নিজেদের ভুলত্রুটিগুলো শুধরে সুপার ফোর মিশনে নামছেন লিটনরা। গতকাল দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে অনুশীলন করেন তারা। গ্রুপ পর্বে যেসব জায়গায় দুর্বলতা দেখা গেছে, কোচরা সেগুলো নিয়ে কাজ করেছেন। বিশেষ করে ব্যাটিংয়ে। গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংটা ভালো হয়নি। ইনিংসের শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বড় ধাক্কা খেয়েছিল দল। সেই ধাক্কা কাটিয়ে উঠে লড়াকু স্কোর দাঁড় করাতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। হাতে পর্যাপ্ত উইকেট থাকলেও লঙ্কান বোলারদের সামনে প্রত্যাশিত ব্যাটিং উপহার দিতে পারেননি জাকের আলীরা। এ নিয়ে সমালোচনা হয়েছে। তবে পেছনে ফিরে তাকাতে চাইবে না টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে নতুন আরেকটি ম্যাচ। তাই নিশ্চয় সবকিছুই এবার নতুন করে চিন্তা-ভাবনা করবে তারা।

বিশেষ করে গত ম্যাচে আফগানিস্তানকে যেভাবে দাপুটে ক্রিকেট খেলে হারিয়েছে বাংলাদেশ, সেই রিদম ধরে রাখার চেষ্টা করবে দল। আফগানিস্তান ম্যাচে তিন উইকেটরক্ষক ও ব্যাটসম্যান নিয়ে খেলেছে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস, জাকের আলী অনিকের সঙ্গে একাদশে ছিলেন নুরুল হাসান সোহান। সে ক্ষেত্রে পঞ্চম বোলারের অভাব বেশ ভালোভাবে টের পেয়েছে দল। কেননা, পার্টটাইমার হিসেবে সাইফ হাসান ও শামীম হোসেন পাটোয়ারী সময়ের দাবি মেটাতে পারেননি। তাদের টার্গেট করে রান তুলেছেন আফগান ব্যাটসম্যানরা। তাই শ্রীলঙ্কার বিপক্ষে আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে টিম ম্যানেজমেন্ট। সে ক্ষেত্রে পঞ্চম বিশেষজ্ঞ বোলার একাদশে দেখা যেতে পারে। ফলে একাদশে পরিবর্তন আসবে।

অন্যদিকে, গত ম্যাচে ব্যাটাররা শট সিলেকশনে অনেক ভুল করেছে। এবারও যদি একই ভুল করে, তাহলে বিপদ হতে পারে। তাই বাড়তি সতর্ক হয়েই মাঠে নামবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের অনুপ্রেরণা গত জুলাইয়ে সিরিজ জয়ের সাফল্য। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিতেছিল বাংলাদেশ। এই সাফল্য তাদের উজ্জীবিত রাখবে। যদিও গত ম্যাচে হারের হতাশা আছে, তবে সেটি কাটিয়ে উঠে ভালো কিছু করার চেষ্টা করবে টাইগাররা। সুপার ফোরে জয় দিয়েই শুরু করতে চায় তারা। এ জন্য শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের সর্বোচ্চটা নিংড়ে দিয়েই খেলবে লিটনরা। এ পর্যন্ত বাংলাদেশ ও শ্রীলঙ্কা মোট ২১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। যেখানে শ্রীলঙ্কার জয়ের রেকর্ড ১৩। আর বাংলাদেশের জয় ৮ ম্যাচে। এবার বাংলাদেশের জয়ের সংখ্যা বাড়বে নাকি শ্রীলঙ্কা অর্জনের ভান্ডারে সমৃদ্ধ হবে, সেটিই মাঠের লড়াইয়ে দেখার অপেক্ষা।