সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের ছয় পরিবারের মধ্যে গতকাল ২৬ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগের বিআরটিএ সহকারী পরিচালক জিয়াউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান এবং জেলা বাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবাহান খোকন প্রমুখ। চেক বিতরণের সময় প্রধান অতিথি বলেন, ‘সড়ক পরিবহন আইন ও বিধিমালা অনুযায়ী সড়কে যে প্রাণগুলো হারায়, তার ক্ষতি পূর্ণভাবে করা সম্ভব নয়। তবে সরকার তাদের পাশে দাঁড়িয়েছে। অনাকাঙ্খিত মৃত্যুর দায়ভার আমরা কিছুটা হলেও নিচ্ছি। এ জন্য বিআরটিএ দেশের সব জেলার ডিসিদের কাছে ডিও লেটার পাঠিয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত ক্ষতিপূরণ পায়। দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে আবেদন করলে ক্ষতিপূরণের সুযোগ পাওয়া যাবে।’