এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের পরপরই বাবার মৃত্যুর খবর পান শ্রীলঙ্কান ক্রিকেটার দুনিত ভেল্লালাগে। হৃদরোগে মারা গেছেন তার বাবা সুরাঙ্গা ভেল্লালাগে। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে শ্রীলঙ্কান সংবাদমাধ্যম নিউজওয়ার। এশিয়া কাপ কাভার করতে আবুধাবিতে থাকা শ্রীলঙ্কান সাংবাদিকেরাও বিষয়টি নিশ্চিত করেছেন। ৫৪ বছর বয়সি সুরাঙ্গা নিজেও একজন ক্রিকেটার ছিলেন। তার মৃত্যুতে শ্রীলঙ্কা ক্রিকেটে শোকের ছায়া নেমেছে। বাংলাদেশ, আফগানিস্তানসহ বিশে^র অনেক ক্রিকেটার ভেল্লালেগের বাবার মৃত্যুকে শোক প্রকাশ করেছেন।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে মহেশ তিকশানাকে বাদ দিয়ে একাদশে নেওয়া হয় ভেল্লালেগেকে। যদিও খুব ভালো পারফর্ম করতে পারেননি তিনি। প্রথম তিন ওভারে ১৭ রান দিলেও শেষ ওভারে সব ওলটপালট হয়ে যায়। ভেল্লালাগের করা ইনিংসের শেষ ওভারে আফগানিস্তানের মোহাম্মদ নবি ৩১ রান তুলে নেন। সব মিলিয়ে সেই ওভারে হয়েছে ৩২ রান। ১৭০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে কুশল মেন্ডিসের ৫২ বলে ১০ চারে অপরাজিত ৭৪ রানে ৮ বল হাতে রেখে শ্রীলঙ্কা ম্যাচটি জিতে নিয়েছে ৬ উইকেটে। শ্রীলঙ্কার জয়ে সুপার ফোরে উঠেছে বাংলাদেশও।