ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

টেকনাফে বিএনপি নেতাকে  গলা কেটে হত্যা

কক্সবাজার ব্যুরো
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০১:০২ এএম

কক্সবাজারের টেকনাফে বিএনপি নেতা এমদাদ হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে পৌরসভার জালিয়াপাড়ায় এ নৃশংস হত্যাকা- ঘটে।

নিহত এমদাদ হোসেন টেকনাফ পৌরসভা বিএনপির সহসভাপতি এবং পৌরসভার ৭নং ওয়ার্ড জালিয়াপাড়ার আলী হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা এমদাদকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার পর গলা কেটে হত্যা করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

টেকনাফ থানার এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকা- ঘটতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।