নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পূর্বাচল নতুন শহরের ১৫ নম্বর সেক্টরের চায়না রেডিমিক্সের দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ভোরে হাঁটার সময় কয়েকজন পথচারী প্রথমে মরদেহটি দেখতে পান। পরে এ সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। তাদের ধারণা, কোনো অপরাধীচক্র হত্যার পর মরদেহটি এখানে ফেলে গেছে।
পূর্বাচল উপশহর এলাকা নতুনভাবে গড়ে উঠা একটি আবাসন অঞ্চল হলেও প্রায়ই অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পাওয়া যায়। স্থানীয়রা এলাকায় পুলিশি টহল জোরদার এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দাবি জানিয়েছেন।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, ‘স্থানীয়রা সকালে সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।’
তিনি আরও বলেন, ‘নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্যত্র হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে এখানে ফেলে রাখা হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে কি না, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই তা স্পষ্ট হবে।’
ওসি জানান, ‘নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ইতিমধ্যে পুলিশ আশপাশের এলাকা থেকে তথ্য সংগ্রহ শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে প্রযুক্তির সহায়তাও নেওয়া হচ্ছে।’