ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

‘সরকারে গিয়ে রাষ্ট্র নির্মাণে ভূমিকা রাখতে পারেনি ছাত্র প্রতিনিধিরা’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০২:২৮ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সরকারে যোগ দিয়ে ছাত্র প্রতিনিধিরা রাষ্ট্র নির্মাণে তেমন ভূমিকা রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তাই তাদের (ছাত্র প্রতিনিধি) নিজ তাগিদে সরকার থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর আইইডিবি ভবনে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘তাদের (ছাত্র প্রতিনিধি) সরকার থেকে সরে আসার আহ্বান আমরা জানালে হবে না, নিজেদের তাগিদ থাকতে হবে।’

এ সময় দলীয় স্বার্থের বাইরে গিয়ে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করার আহ্বান জানান সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘কারা সরকার গঠন করবে আর কারা বিরোধী দল হবে তা নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, ত্রয়োদশ নির্বাচন পিআর পদ্ধতিতে হবে কি না- সেই সিদ্ধান্ত জনগণ নেবে। যারা পিআর নিয়ে আন্দোলন করছেন তাদের ভোটে জিতে এসে তা কার্যকর করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘আলোচনার টেবিলে জুলাই সনদের আইনি ভিত্তি নিষ্পত্তি হবে।’

পিআর নিয়ে আন্দোলনরত ধর্মভিত্তিক দলগুলোর উদ্দেশ্যে বিএনপি নেতা বলেন, ‘ইশতেহার দিয়ে নির্বাচনে জয়লাভ করে পিআর পদ্ধতির বাস্তবায়ন করুন।’ তিনি বলেন, ‘নৈরাজ্য সৃষ্টির মধ্য দিয়ে সাংবিধানিক শূন্যতা তৈরি হলে লাভবান হবে অসাংবিধানিক শক্তি।’