ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

ভৈরবে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ১০:৫৩ এএম
ভৈরবে দুই পক্ষের সংঘর্ষ। ছবি- রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয় এবং ট্রাফিক পুলিশ বক্সে হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা-সিলেট মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ফলে সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পৌর শহরের আলিম সরকারের বাড়ির রুজেনের অনুসারীদের সঙ্গে আড়াই বেপারির বাড়ির ভুবন মিয়ার লোকজনের তুচ্ছ ঘটনা নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। এর জের পরদিন ধরে শুক্রবার সন্ধ্যার পর উভয় পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ব্যবসাপ্রতিষ্ঠান ও যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ভৈরব থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু তালেব জানান, ‘সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’