ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

কারা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ১১:৩৪ এএম
কারা অধিদপ্তরের লোগো।

কারা অধিদপ্তরের ১৭তম গ্রেডে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ২৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। প্রতিষ্ঠানটির অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. তানভীর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে চলতি বছরের ১৪ মে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর সম্প্রতি এই নিয়োগের আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিয়োগের জন্য সাময়িকভাবে ২৬ প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর অধিদপ্তরের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

এতে আরও বলা হয়, নিয়োগের পূর্বে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সব সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের পরবর্তীকালে যোগ্যতার বা কাগজপত্রের ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য দেওয়া হলে বা কোনো উল্লেখযোগ্য ভুলত্রুটি পরিলক্ষিত হলে ওই প্রার্থীর সাময়িক নির্বাচন বাতিল বলে গণ্য হবে।

ক্ষেত্রবিশেষে প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা হবে। চাকরিতে নিয়োগের পর অযোগ্যতার শর্তাবলির কোনো তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে। স্বাস্থ্য পরীক্ষার পর নিয়োগকারী কর্তৃপক্ষ প্রার্থীদের নিয়োগ চূড়ান্ত করবে।

কারা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।