ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) প্রতিমা বিসর্জনের আগে উপজেলার ৫৫টি পূজামণ্ডপে পালিত হয় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ঐতিহ্যবাহী সিঁদুর খেলা।
দেবী বিসর্জনের আগে নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে দেন, তরুণীরা উল্লাসে মেতে ওঠেন, আর চারপাশ মুখরিত হয় ‘দুর্গা মা কি জয়’ ধ্বনিতে। ভক্তদের বিশ্বাস—এই রীতি সৌভাগ্য, স্বামীর মঙ্গল ও পরিবারের শান্তি কামনার প্রতীক।
সিঁদুর খেলার সময় নারী-পুরুষ, ছোট-বড় সকলে অংশ নেন। অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করে ধরে রাখেন এই উৎসবের স্মৃতি। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি মণ্ডপেই ছিল উৎসবের রঙে রঙিন প্রাণবন্ত পরিবেশ।
পূজাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আনসার বাহিনীর টহল ছিল জোরদার।
সন্ধ্যার দিকে নদী ও জলাশয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। ভক্তদের চোখে আনন্দের ঝিলিক থাকলেও ‘মায়ের বিদায়’-এর বেদনায় চারপাশে ছড়িয়ে পড়ে এক আবেগঘন পরিবেশ।
পূজা উদযাপন কমিটি জানায়, শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব শেষ হওয়ায় তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।