ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

হরিপুরে সাংবাদিকের কাছে চাঁদা দাবি, জিয়া সাইবার ফোর্সের নেতা বহিষ্কার

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০৬:০২ পিএম
দুলাল হোসেন। ছবি- রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাংবাদিকের কাছে চাঁদা দাবির অভিযোগে উপজেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ম-সাধারণ সম্পাদক দুলাল হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে ঠাকুরগাঁও জেলা জিয়া সাইবার ফোর্স কমিটির দপ্তর সম্পাদক জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলা শাখার সভাপতি মো. উজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক রায়হান কবির সোহাগের যৌথ সিদ্ধান্ত এবং রংপুর বিভাগীয় সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান শিমুলের নির্দেশে এই বহিষ্কার কার্যকর করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রমাণিত হয়েছে, দুলাল হোসেন সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন এবং শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ জন্য তাকে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, হরিপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার হরিপুর উপজেলা প্রতিনিধি মুকুল হোসেনের কাছে দুলাল হোসেন চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মুকুল হোসেনকে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেন দুলাল হোসেন।

ঘটনাটি সাংবাদিক মহলে জানাজানি হলে তীব্র প্রতিবাদ শুরু হয় এবং দুলাল হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। পরে বিষয়টি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সংগঠনের শীর্ষ নেতৃত্ব তা আমলে নেয়।

এরই প্রেক্ষিতে ২ অক্টোবর প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে দুলাল হোসেনকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।