ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫

যুব জলবায়ু গবেষকদের জন্য সাউথ এশিয়ান রিসার্চ হাব স্মল গ্রান্ট ঘোষিত

মঈন মাহমুদ
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ১১:০১ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার যুব জলবায়ু গবেষকদের গবেষণার অর্থায়ণে বিনিয়োগ খুবই সীমিত। ফলে এই অঞ্চলের দেশগুলো সবচেয়ে বেশী জলবায়ু ঝুঁকিতে থাকলেও গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন নেই বললেই চলে। দক্ষিণ এশিয়ার যুব গবেষকদের গবেষণা কার্যক্রমে প্রণোদনা দেয়ার জন্য সেন্টার ফর পিপল এন্ড এনভায়রন কর্তৃক "সাউথ এশিয়ান রিসার্চ হাব স্মল গ্রান্ট" শীর্ষক গবেষণা প্রণোদনা তহবিল গঠন করা হয়েছে।

সাউথ এশিয়ান রিসার্চ হাব স্মল গ্রান্ট ও ঢাকা ডিক্লারেশন ঘোষণা করেন মুহম্মদ আব্দুর রহমান পরিচালক, সেন্টার ফর পিপল এন্ড এনভায়রন।

তিনি বলেন, এই তহবিল হতে প্রাথমিক ভাবে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলংকা, ও মালদ্বীপের শিক্ষার্থী ও যুব গবেষকদের প্রতিবছর ছোট ছোট ফান্ড প্রদান করা হবে।

ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. এম. মনিরুল কাদের মির্জা, বৈজ্ঞানিক উপদেষ্টা, সিপিই। ফারুক ওয়াসিফ, মহাপরিচালক, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)। ড. স্বপ্তর্ষী মিত্র, সহকারী অধ্যাপক, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। ড. ওম কাটেল, অধ্যাপক, রয়েল ইউনিভার্সিটি অব ভুটান।

এসময় আরও উপস্থিত ছিলেন,তাপস রঞ্জন চক্রবর্তী, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম, ব্র্যাক। মোহন কুমার মন্ডল, নির্বাহী পরিচালক, লিডারস। ড. মোঃ সিরাজুল ইসলাম, অধ্যাপক, পরিবেশ প্রকৌশল বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অধ্যাপক ড. ম.  শহিদুল ইসলাম, সভাপতি, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।