ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫

এমিরেটস অ্যাভিয়েশন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন লাভ করল ২৬০০০ শিক্ষার্থী

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০৬:২৪ পিএম
৩৫তম সমাবর্তন অনুষ্ঠানে ১৫৪ জন শিক্ষার্থীকে গ্রাজুয়েশন সনদ প্রদান করেছে এমিরেটস এভিয়েশন ইউনিভার্সিটি। ছবি- সংগৃহীত

এমিরেটস অ্যাভিয়েশন ইউনিভার্সিটি (EAU) সম্প্রতি তাদের ৩৫তম সমাবর্তন অনুষ্ঠানে ১৫৪ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন সনদ প্রদান করেছে। ১৯৯১ সাল থেকে এই বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত মোট ২৬০০০ জন শিক্ষার্থী স্নাতক ডিগ্রি অর্জন করেছে।

চলতি বছরের গ্র্যাজুয়েশন ব্যাচে ২৫টিরও বেশি দেশের শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত ছিলেন। তারা বিমান পরিচালনা, বিমান নিরাপত্তা, এয়ার ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট, অ্যারোস্পেস ও অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিষয়ে গ্রাজুয়েশন ও পোস্ট-গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।

সমাবর্তনে ১৩০ জন গ্র্যাজুয়েশন পর্যায়ের ও ২৪ জন পোস্ট-গ্র্যাজুয়েশন পর্যায়ের শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে কিছু শিক্ষার্থীকে এমিরেটস স্পন্সর করে। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ১৯ জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননাও দেওয়া হয়।

গত চার বছরে বিশ্ববিদ্যালয়ের ৬৫০ জনেরও বেশি শিক্ষার্থী এমিরেটস গ্রুপের ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। এক সেমিস্টারব্যাপী এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা সর্বোচ্চ ১৫টি ক্রেডিট আওয়ারে অর্জন করতে পারেন।

এমিরেটস অ্যাভিয়েশন ইউনিভার্সিটি, যা এমিরেটস গ্রুপের শিক্ষা শাখা হিসেবে পরিচালিত, বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষস্থানীয় এভিয়েশন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। 

প্রতিষ্ঠানটি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এভিয়েশন ম্যানেজমেন্ট, লজিস্টিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্সসহ বিভিন্ন বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও গবেষণা প্রোগ্রাম পরিচালনা করে।