ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

বিটকয়েনের দাম বেড়ে রেকর্ড ছুঁয়েছে

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০২:০১ পিএম
ছবি- সংগৃহীত

আবারও বেড়ে রেকর্ড ছুঁয়েছে বিটকয়েনের দর। যুক্তরাষ্ট্রের অনুকূল আইন এবং মার্কিন শেয়ারবাজারের ঊর্ধ্বগতির কারণে এশিয়ার প্রারম্ভিক লেনদেনে বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো মুদ্রাটির মূল্য ছাড়িয়েছে। সপ্তাহের ব্যবধানে যার পরিমাণ ইতিহাসের সর্বোচ্চ ১ লাখ ২৪ হাজার ডলার।

এএফপি জানায়, জুলাইয়ের আগের রেকর্ড অতিক্রম করে বিটকয়েনের দাম এক পর্যায়ে ১,২৪,৫০০ ডলারের বেশি হয়। পরে কিছুটা কমে আসে। বুধবার মার্কিন শেয়ারবাজার উর্ধ্বমুখী ছিল। যেখানে এসঅ্যান্ডপি ৫০০ সূচক এবং প্রযুক্তি-ভিত্তিক নাসডাক এই সপ্তাহে নতুন উচ্চতায় পৌঁছেছে। যা ক্রিপ্টোকারেন্সির উত্থানে বড় অবদান রেখেছে। 

চলতি বছরে ৩২ শতাংশ বেড়েছে ডিজিটাল মুদ্রাটির দাম। বছরের ব্যবধানে হিসাব করলে ক্রিপ্টোকারেন্সিটির মূল্য ১০৫ শতাংশেরও বেশি হারে বেড়েছে। সপ্তাহের প্রায় ৭ শতাংশ। বড় আকারের ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারী বা ‘হোয়েল’ দের ক্রয় প্রবণতা দামের ঊর্ধ্বগতিতে ভূমিকা রাখছে।

এক্সএস ডটকমের সিনিয়র মার্কেট বিশ্লেষক সামের হাসান বলেন, ক্রিপ্টো বাজার বর্তমানে অত্যন্ত অনুকূল মৌলিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ব্যাংকগুলোর উপর ‘সুনামের ঝুঁকি’ তালিকাভুক্ত কোম্পানির সঙ্গে ব্যবসা করতে যে বিধিনিষেধ ছিল, তা তুলে দিয়েছেন। এই শ্রেণিতে প্রায়ই ক্রিপ্টো কোম্পানিগুলোকে অন্যায়ভাবে রাখা হতো।’

হাসানের মতে, ট্রাম্প ক্রিপ্টোকারেন্সিকে জাতীয় আর্থিক ব্যবস্থায় দ্রুত অন্তর্ভুক্ত করতে এবং অতিরিক্ত বিধিনিষেধ তুলে নিতে আগ্রহী হতে পারেন, কারণ তিনি ও তার পরিবারের ক্রিপ্টো খাতে ক্রমবর্ধমান সম্পৃক্ততা রয়েছে।

ট্রাম্পের মিডিয়া গ্রুপ ও প্রযুক্তি ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক টেসলা উভয়ই বিপুল পরিমাণ বিটকয়েন কিনছে।

বিটকয়েনের পর সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামের দামও বেড়েছে রেকর্ড হারে। বর্তমানে ৪ হাজার ৭৮০ ডলারে লেনদেন হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ ডিজিটাল কারেন্সিটি। উল্লেখযোগ্যভাবে হারে বেড়েছে ক্রিপ্টোকারেন্সি বাইন্যান্সের মূল্যও।