দেশের বাজারে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বর্ণ ভরিতে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভরিপ্রতি ৩ হাজার ১৩৭ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের মূল্য ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের ভরিপ্রতি দাম ১ লাখ ৭৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের ভরিপ্রতি ১ লাখ ৫২ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতিতে ভরিপ্রতি স্বর্ণের দাম ১ লাখ ২৬ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানায়, নির্ধারিত দামের সঙ্গে বাধ্যতামূলকভাবে ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।
এর আগে, গত ৮ সেপ্টেম্বর বাজুস ভরিপ্রতি ১ হাজার ২৬০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা নির্ধারণ করেছিল, যা তখন পর্যন্ত ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫২ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৬ বার দাম বেড়েছে এবং ১৬ বার কমেছে। গত বছর (২০২৪) সমন্বয় করা হয়েছিল ৬২ বার, যেখানে ৩৫ বার দাম বেড়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।
অন্যদিকে, স্বর্ণের দামে পরিবর্তন হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের ভরিপ্রতি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়, ২১ ক্যারেটের ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতিতে ভরিপ্রতি ১ হাজার ৭২৬ টাকায়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন