বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের আজ দ্বিতীয় দিন চলছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ হরতাল আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। বাগেরহাট জেলা প্রশাসকের প্রধান কার্যালয়ের সামনে নেতাকর্মীরা অবস্থান করছেন।
হরতালের কারণে বৃহস্পতিবার সকাল থেকেই জেলার অভ্যন্তরীন সড়কগুলোতে যানবাহন চলাচল দোকানপাটও বন্ধ রয়েছে।
সর্বদলীয় সম্মিলিত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটিতে নামিয়ে আনার যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে, সেটি জনগণের স্বার্থবিরোধী ও অযৌক্তিক। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং চারটি আসন বহালের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে ৪৮ ঘন্টার হরতাল কর্মসূচি পালন করা হচ্ছে।
হরতাল চলাকালে জেলার সাধারণ মানুষকে অযথা এক উপজেলা থেকে অন্য উপজেলায় রিকশা, ভ্যান কিংবা গাড়িতে যাতায়াত না করার আহ্বান জানিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
তাদের দাবি, আন্দোলন সফল করতে এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। হরতাল চলাকালে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন