বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০১:৫২ পিএম

১২০ টাকায় পুলিশে চাকরি, আনন্দ-অশ্রুতে ভিজল আঁখি

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০১:৫২ পিএম

লক্ষ্মীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছেন ২৪ তরুণ-তরুণী।     ছবি- রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছেন ২৪ তরুণ-তরুণী। ছবি- রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে ২৪ জন কনস্টেবল পদে নিয়োগ পেয়ে আনন্দ-অশ্রুতে সিক্ত হলেন। তারা ঘুষ ছাড়া মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ পেয়েছেন। এজন্য অভিভাবকরাও আনন্দিত। তাদের অধিকাংশই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সন্তান।

বুধবার (১০ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর পুলিশ লাইন্সে কনস্টেবল পদে নিয়োগের এ ফলাফল ঘোষণা করা হয়েছে।

জেলা পুলিশ বিভাগ জানায়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পেতে ৯১০ জন আবেদন করেন। এরমধ্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ হন ৪৭ জন। সর্বশেষ মৌখিক পরীক্ষা শেষে ২৪ জনকে নিয়োগের জন্য বাছাই করা হয়।

উত্তীর্ণের তালিকায় নিজের নাম শুনে বাবাকে জড়িয়ে বাহার উদ্দিন শরীফ। তিনি হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন। তার বাবা একজন খামারি। বাড়ি সদরে উপজেলার দূর্গাপুর গ্রামে।

জানতে চাইলে শরীফ বলেন, ১২০ টাকায় আবেদনে চাকরি পেয়েছি। আমি দেশপ্রেম বজায় রেখে জনকল্যাণে সততার সঙ্গে কাজ করব।

শরীফের বাবা হুমায়ুন বলেন, অভাবের কারণে নিজে পড়ালেখা করতে পারিনি। কষ্ট করে সন্তানদের পড়ালেখা করাচ্ছি। যোগ্যতার ভিত্তিতে ছেলের চাকরি হওয়ায় আমি খুশি।

একইভাবে অভিব্যক্তি প্রকাশ করে আনন্দে আত্মহারা সুমাইয়া আক্তার। তিনি বলেন, ছোটবেলার স্বপ্ন পূরণ হয়েছে। তিনি মায়ের সঙ্গে আনন্দে কান্না করেন।

জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. আকতার হোসেন বলেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে স্বচ্ছতা ও জবাবদিহির মধ্য দিয়ে নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ অতিক্রম করা হয়েছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২৪ জনকে নির্বাচিত করা হয়েছে।

এছাড়া ৫ জনকে অপেক্ষমাণ রাখা হয়েছে। নিয়োগপ্রাপ্তরা দেশপ্রেম ও জনগণের সেবায় জুলাই আন্দোলনের স্পিড ধারণ করবেন বলে প্রত্যাশা করছি।

রূপালী বাংলাদেশ

Link copied!