জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কেন্দ্রগুলোতে ভোটারের তুলনায় অতিরিক্ত ব্যালট পেপার পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শহীদ সালাম-বরকত হল কেন্দ্রে মোট ভোটার ২৯৩ জন। অথচ সেখানে ব্যালট পাঠানো হয়েছে ৪০০টি। অর্থাৎ ১০৭টি ব্যালট অতিরিক্ত রয়েছে। এটি খুবই আশঙ্কাজনক।
তিনি আরও অভিযোগ করেন, ভোটার না হয়েও ছাত্রদলের অনেক সাবেক শিক্ষার্থী ও নেতাকর্মী হলগুলোতে অবস্থান করছেন।
আদিব বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল, সকাল ১০টার পর হলে কোনো বহিরাগত থাকলে তাদের গ্রেপ্তার করা হবে। আমরা নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছি, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
জিএস প্রার্থী মাজহারুল ইসলামও একই অভিযোগ করেছেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের ছোট ছোট ত্রুটিগুলো এখন বড় আকারে প্রভাব ফেলছে। কোথাও ৫২২ জন ভোটারের জন্য ৬০০টি ব্যালট, কোথাও ৩৯০ জন ভোটারের জন্য ৪০০টি ব্যালট রাখা হয়েছে। অতিরিক্ত ব্যালট স্বচ্ছতার ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করছে।
তিনি আরও জানান, নির্বাচনের স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা ধরে রাখতে এসব বিষয়ে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। অতিরিক্ত ব্যালট রাখার কারণে কারচুপির শঙ্কা তৈরি হতে পারে, যা সমীচীন নয়।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
       -20251031190935.webp) 
        
        
        
        
        
        
       -20251031183405.webp) 
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন