ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (ইউসিএল), যা পূর্বে গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেড নামে পরিচিত ছিল, কোম্পানির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মোহাম্মদ নাহারুল ইসলাম মোল্লাকে নিয়োগ দিয়েছে। তিনি খান সালাউদ্দিন মোহাম্মদ মিনহাজ-এর স্থলাভিষিক্ত হচ্ছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ইউসিএল-এর পরিচালনা পর্ষদের ৩২৪তম সভায় এই নিয়োগ অনুমোদিত হয়।
মোহাম্মদ নাহারুল ইসলাম মোল্লা ২০২০ সালের জুলাই মাস থেকে ইউসিএল-এর কোম্পানি সেক্রেটারি এবং রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিশেষায়িত খাদ্য ও কনজ্যুমার হেলথ কেয়ারসহ এফএমসিজি শিল্পে তার রয়েছে ২৭ বছরের পেশাগত অভিজ্ঞতা। নতুন দায়িত্বে তিনি তার দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতা কাজে লাগাবেন।
বিশ্বের অন্যতম বৃহৎ এফএমসিজি কোম্পানি ইউনিলিভার ২০১৮ সালের ৩ ডিসেম্বর গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেড (জিএসকেবিডি)-এর ৮১.৯৮ শতাংশ শেয়ার সেটফার্স্ট (জিএসকে গ্রুপ-এর একটি সহযোগী প্রতিষ্ঠান) থেকে অধিগ্রহণ করে। এই অধিগ্রহণের অংশ হিসেবে ইউনিলিভার ওভারসিজ হোল্ডিংস বি.ভি.—ইউনিলিভারের একটি সহযোগী প্রতিষ্ঠান—ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর ব্লক মার্কেটের মাধ্যমে মোট ৯,৮৭৫,১৪৪টি শেয়ার (যা কোম্পানির মোট ৮১.৯৮ শতাংশ মালিকানা) ক্রয় করে। বাকি ১৮ শতাংশ শেয়ার সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মালিকানায় রয়েছে।
১৯৭৪ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (পূর্বে জিএসকেবিডি) দেশে পুষ্টিকর, সুষম ও সাশ্রয়ী খাদ্য সবার জন্য সহজলভ্য করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হরলিক্স, মালটোভা, বুস্ট এবং গ্লুকোম্যাক্স ডি (পূর্বে গ্লাক্সোজ ডি)-এর মতো আন্তর্জাতিক মানসম্পন্ন ও বিশ্বখ্যাত ব্র্যান্ডের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে এবং জনস্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
একটি সুস্থ, সচেতন ও টেকসই ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড ভবিষ্যতেও দেশের মানুষের পাশে থেকে পুষ্টি ও জনস্বাস্থ্য উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।