ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের নতুন এমডি নাহারুল ইসলাম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ১০:৩২ পিএম
মোহাম্মদ নাহারুল ইসলাম মোল্লা। ছবি- রূপালী বাংলাদেশ

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (ইউসিএল), যা পূর্বে গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেড নামে পরিচিত ছিল, কোম্পানির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মোহাম্মদ নাহারুল ইসলাম মোল্লাকে নিয়োগ দিয়েছে। তিনি খান সালাউদ্দিন মোহাম্মদ মিনহাজ-এর স্থলাভিষিক্ত হচ্ছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ইউসিএল-এর পরিচালনা পর্ষদের ৩২৪তম সভায় এই নিয়োগ অনুমোদিত হয়।

মোহাম্মদ নাহারুল ইসলাম মোল্লা ২০২০ সালের জুলাই মাস থেকে ইউসিএল-এর কোম্পানি সেক্রেটারি এবং রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিশেষায়িত খাদ্য ও কনজ্যুমার হেলথ কেয়ারসহ এফএমসিজি শিল্পে তার রয়েছে ২৭ বছরের পেশাগত অভিজ্ঞতা। নতুন দায়িত্বে তিনি তার দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতা কাজে লাগাবেন।

বিশ্বের অন্যতম বৃহৎ এফএমসিজি কোম্পানি ইউনিলিভার ২০১৮ সালের ৩ ডিসেম্বর গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেড (জিএসকেবিডি)-এর ৮১.৯৮ শতাংশ শেয়ার সেটফার্স্ট (জিএসকে গ্রুপ-এর একটি সহযোগী প্রতিষ্ঠান) থেকে অধিগ্রহণ করে। এই অধিগ্রহণের অংশ হিসেবে ইউনিলিভার ওভারসিজ হোল্ডিংস বি.ভি.—ইউনিলিভারের একটি সহযোগী প্রতিষ্ঠান—ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর ব্লক মার্কেটের মাধ্যমে মোট ৯,৮৭৫,১৪৪টি শেয়ার (যা কোম্পানির মোট ৮১.৯৮ শতাংশ মালিকানা) ক্রয় করে। বাকি ১৮ শতাংশ শেয়ার সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মালিকানায় রয়েছে।

১৯৭৪ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (পূর্বে জিএসকেবিডি) দেশে পুষ্টিকর, সুষম ও সাশ্রয়ী খাদ্য সবার জন্য সহজলভ্য করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হরলিক্স, মালটোভা, বুস্ট এবং গ্লুকোম্যাক্স ডি (পূর্বে গ্লাক্সোজ ডি)-এর মতো আন্তর্জাতিক মানসম্পন্ন ও বিশ্বখ্যাত ব্র্যান্ডের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে এবং জনস্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

একটি সুস্থ, সচেতন ও টেকসই ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড ভবিষ্যতেও দেশের মানুষের পাশে থেকে পুষ্টি ও জনস্বাস্থ্য উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।