জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে রূপালী ব্যাংক পিএলসি সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
বুধবার (৬ আগস্ট) রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় কেন্দ্রীয় বৃক্ষরোপণ কর্মসূচি।
এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে গাছ রোপণ করেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ড. দেলোয়ার হোসেন।
এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ, মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. নোমান মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একইসঙ্গে ব্যাংকের বিভাগীয়, আঞ্চলিক ও শাখা পর্যায়েও একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। পরিবেশ-সংরক্ষণ ও সবুজ ভবিষ্যৎ নির্মাণে রূপালী ব্যাংকের এ ধরনের উদ্যোগকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :