মুকেশ আম্বানীর ছোট ভাই রিলায়েন্স এডিএ গ্রুপের চেয়ারম্যান ও ভারতের শীর্ষ ধনী শিল্পপতি অনিল আম্বানি। ভারতের শেয়ারবাজারে তাকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তাকে ২৫ কোটি রুপি জরিমানাও করা হয়েছে।
রিলায়েন্স হোম ফাইন্যান্স নামের আর্থিক প্রতিষ্ঠান থেকে বিধিবহির্ভূতভাবে বিপুল পরিমাণ ঋণ নিয়েছে অনিল আম্বানির প্রতিষ্ঠান। সেই অর্থ অন্য প্রতিষ্ঠানে সরিয়ে নেয়ার অভিযোগে গত শুক্রবার তাকে এই শাস্তি আওতায় নিয়েছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)।
অনিল আম্বানির সঙ্গে আরও ২৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শেয়ারবাজারে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাদেরও মোট ৬২৪ কোটি রুপি জরিমানা গুণতে হবে।
সেবির দেওয়া নিষেধাজ্ঞার ফলে অনিল আম্বানি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানির পরিচালক হতে পারবেন না, কোনো কোম্পানির শীর্ষ পদে (চেয়ারম্যান/ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা) কাজ করতে পারবেন না। এমনকি শেয়ারবাজারে বিভিন্ন সেবা প্রদানকারী মধ্যবর্তী প্রতিষ্ঠানেও তারা শীর্ষ পদের জন্য অযোগ্য বিবেচিত হবেন।
আপনার মতামত লিখুন :