বাংলাদেশ ব্যাংকের দুর্নীতিবাজ প্রায় অর্ধশত কর্মকর্তার একটি তালিকা নবনিযুক্ত গভর্নর আহসান এইচ মুনসুরের দপ্তরে হস্তান্তর করা হয়েছে। তালিকায় অনৈতিক কাজে জড়িত এসব দুর্নীতিবাজ কর্মকর্তার বিষয়ে তদন্ত করে শাস্তি চাওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের একটি অভ্যন্তরীণ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়, দুর্নীতিবাজ কর্মকর্তাদের তালিকায় বাংলাদেশ ব্যাংকের ঢাকা, চট্টগ্রাম শাখা ও খুলনা শাখাসহ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কর্মকর্তাদের নাম রয়েছে।
প্রায় অর্ধশত দুর্নীতিবাজ কর্মকর্তেদের মধ্যে রয়েছেন, সাবেক গভর্নরসহ বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক কামাল হোসাইন, অতিরিক্ত পরিচালক মাসুদ রানা, যুগ্ম পরিচালক সেউলি শাহা, যুগ্ম পরিচালক মো. আশরাফুল আলম, যুগ্ম পরিচালক আসাদুজ্জামান খান ও মো. শাহনেওয়াজ মুরাদ (দু’জন হলুদ ও নীল দলের দুইজন আইকনিক নেতা), যুগ্ম পরিচালক সৈকত কুমার সরকার, যুগ্ম পরিচালক ইবনে আহসান কবীর ও মো. মুশফিকুল ইসলাম এবং নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
আপনার মতামত লিখুন :