জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার পদত্যাগ করেছেন।
সোমবার (১৯ আগস্ট) নিজেদের ব্যক্তিগত ইমেইলের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান।
এর আগে রবিবার (১৮ আগস্ট) শিক্ষার্থীরা তাদের পদত্যাগের দাবিতে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার পর আজ তারা পদত্যাগ করেন।
উল্লেখ্য, গত ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম ও রেজিস্ট্রার আবু হাসান পদত্যাগ করেন।
আপনার মতামত লিখুন :