রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলসমূহে বিগত সময়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ চাওয়া হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে স্ব স্ব হলের প্রাধ্যক্ষের কাছে অভিযোগ জমা দিতে বলা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক আখতার হোসেন মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হলসমূহে বিগত সময়ে শিক্ষার্থী নিপীড়ন, সিট দখল, সিট বাণিজ্য, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড যারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দেওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হলো। অভিযোগকারীদের নাম-পরিচয় গোপন রাখা হবে।
রবিবার (২২ সেপ্টেম্বর) প্রাধ্যক্ষ পরিষদের মধ্যে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে সর্বসম্মতিতে উপরিউক্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
আপনার মতামত লিখুন :