ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

জাবিতে সমন্বয়কের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা

রিপন বারী, জাবি

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ১১:২৪ পিএম

জাবিতে সমন্বয়কের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেরাব সিফাতের এক অভিযোগ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। 

মেহেরাব সিফাত ইন্সটিটিউটের ৪৯ ব্যাচের (২০১৯-২০ সেশন) শিক্ষার্থী। তিনি আসন্ন ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী৷ তিনি বৈষম্যবিরোধী আন্দোলন, জাবি শাখার সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ইনস্টিটিউটের ১নং কক্ষে হোয়াটসঅ্যাপে মেহেরাব সিফাতের এক অভিযোগের ভিত্তিতে একটি সাধারণ সভা ডাকা হয়। ইন্সটিটিউটের অফিস সহকারী হান্নান তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মৌখিকভাবে নির্বাচন কমিশনার বরাবর এমন একটি অভিযোগ আনেন সিফাত। সভায় প্রাথমিকভাবে এই অভিযোগকে ‍‍`মিথ্যা‍‍` বলে স্বীকৃতি দিয়েছেন ছাত্র সংসদ নির্বাচনের নির্বাচন কমিশনার সোহান শরীফ।

সোহান শরীফ বলেন, আমরা প্রাথমিকভাবে এই অভিযোগে সত্যতা পাইনি। তবে আমরা প্রক্টর বরাবর একটা অভিযোগ দিব যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় ছাত্র শৃঙ্খলা-বিধি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যবস্থা নিবে।  তার ( সিফাতের) চাওয়া ছিল নির্বাচন পোস্টপনড করার জন্য কিন্তু আমরা সেটা চাচ্ছি না। নির্বাচন গঠনতন্ত্র অনুযায়ী কালকেই অনুষ্ঠিত হবে। 

রোববার (১ ডিসেম্বর) তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিভাগের শিক্ষার্থীরা বলছেন, নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে মেহেরাব সিফাত একটি সাজানো অভিযোগ দেয়ার চেষ্টা করেছেন। এক পর্যায়ে তিনি নির্বাচন পোস্টপনড (মূলতবী) করার দাবি জানিয়েছেন। কিন্তু শিক্ষার্থীদের চাওয়া তফসিল অনুসারে সময়মতো নির্বাচন অনুষ্ঠিত হোক৷

এ বিষয়ে জানতে চাইলে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের প্রভাষক ও নির্বাচন কমিশনার হাসান নাঈম বলেন, ‍‍`প্রাথমিকভাবে সিফাতের অভিযোগটি মিথ্যা বলে প্রতীয়মান হয়েছে তবে সে যদি পরবর্তীতে লিখিত অভিযোগ দেয় তাহলে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে।‍‍`

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেহেরাব সিফাত বলেন, আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। এটা নিউজ না করলে ভালো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!