মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪, ০২:১২ পিএম

রামপুরায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৪, ০২:১২ পিএম

রামপুরায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

ছবি, সংগৃহীত

ঢাকা: রাজধানীর পশ্চিম রামপুরার ওয়াবদা রোড এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ হাফিজ (২১) নামের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ আগস্ট) রাত পৌনে ৯ টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থী হাফিজ ২৮১ নাম্বার পশ্চিম রামপুরার লুৎফুর রহমানের ছেলে। হাফিজ সিদ্ধেশ্বরী কলেজ থেকে চলতি বছরে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। বন্যার্তদের জন্য ত্রাণের টাকা তোলা নিয়ে দ্বন্দ্বে শিক্ষার্থী হাফিজকে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করেছে বলে স্বজনদের অভিযোগে জানা গেছে।

এ বিষয়ে ওই এলাকার নাঈম নামে এক যুবক জানান, ‘আমরা বানভাসি মানুষের সাহায্যের জন্য ত্রাণের টাকা তুলছিলাম। আমাদের গ্রুপটিতে বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছে। তবে, রামপুরার উলন রোড এলাকার আরেকটি গ্রুপ তারা আমাদের সাথে ত্রানের জন্য টাকা তুলতে চায়। সে সময় হাফিজ ভাইসহ অন্যরা তাদের জানায়, গ্রুপে অনেক লোকজন আছে আমরা আপনাদের গ্রুপে নিতে চাই না। এই নিয়ে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।’

তিনি আরও জানান পরে সন্ধ্যায় আমরা টাকা তুলছিলাম এ সময় হাফিজ ভাই চায়ের দোকানে বসে ছিল। হঠাৎ ১৫ থেকে ২০ জন ধারালো অস্ত্র নিয়ে হাফিজ ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় তারা। পরে আমরা তাকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকের জানান, হাফিজ ভাই আর বেঁচে নেই। রাতে আমাদের ত্রাণ নিয়ে নোয়াখালী ও ফেনী যাওয়ার কথা ছিল। এর মধ্যেই কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। আমি তাদেরকে চিনি কিন্তু নাম বলতে পারছি না। তারা উলন এলাকায় থাকে।

এদিকে বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো .বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের  মর্গে রাখা হয়েছে । বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

 

আরবি/এস

Link copied!