ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

রাজধানীর দুই থানায় নতুন ওসি

নিউজ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ১২:৩৫ পিএম
ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিল ও বংশাল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাসহ তিন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে পদায়ন করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।

এতে বলা হয়, ডিএমপির গুলশান থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাজুকে হাতিরঝিল থানার ওসি এবং লজিস্টিকস্ বিভাগে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলামকে বংশাল থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে বংশাল থানার ওসি আতিকুর রহমানকে গোয়েন্দা-ওয়ারী বিভাগে বদলি কথাও বলা হয়।