রাজধানীর রামপুরায় ট্রাফিক সিগন্যাল অমান্য করে দায়িত্ব পালনরত এক পুলিশ সার্জেন্টকে মোটরসাইকেলের ধাক্কা দিয়ে গুরুতর আহত করেছে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। আহত সার্জেন্ট আনোয়ার হোসেন রাজুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৪ মে) বিকেল ৪টার দিকে রামপুরা টিভি সেন্টারের পাশে এ ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হারুন অর রশিদ।
মোটরসাইকেল চালক ফাহিম (২০) এবং তার সহযাত্রী আসিফ মজুমদার (২০) দুজনই ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের ঘটনাস্থল থেকে আটক করে রামপুরা থানায় হস্তান্তর করেছে পুলিশ।
মতিঝিল ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হারুন অর রশিদ জানান, দায়িত্ব পালনের সময় সার্জেন্ট আনোয়ার হোসেন রাজু একটি দ্রুতগতির মোটরসাইকেলকে সিগন্যাল দেন। কিন্তু চালক সেটি অমান্য করে সার্জেন্টের ওপরই মোটরসাইকেল চালিয়ে দেয়। এতে তিনি মারাত্মক আহত হন।
প্রাথমিকভাবে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৭টার দিকে ঢামেকে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
পুলিশ জানায়, মোটরসাইকেলটির কোনো রেজিস্ট্রেশন নেই, চালকের ড্রাইভিং লাইসেন্সও ছিল না, এমনকি হেলমেটও পরেননি তিনি।
ঘটনার বিষয়ে রামপুরা ট্রাফিক জোনের ইনস্পেক্টর সাইফুল আজিজ বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
আহত সার্জেন্ট আনোয়ার হোসেন রাজু ২০১৫ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন এবং ২০২৪ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) তার পোস্টিং হয়। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ থানার পূর্ব লালপুর গ্রামে। তিনি রফিক মিয়ার ছেলে।
এ ঘটনার পর ট্রাফিক শৃঙ্খলা ও মোটরসাইকেল চালকদের দায়িত্বহীন আচরণ নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তদন্ত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।