ঢাকা শুক্রবার, ১৬ মে, ২০২৫

সোহরাওয়ার্দী উদ্যানের শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিল ডিএসসিসি

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৩:৩৩ পিএম
গুঁড়িয়ে দেওয়া হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা । ছবি: সংগৃহীত

সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে ওঠা অবৈধ ভ্রাম্যমাণ দোকানপাটসহ স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ইতিমধ্যে কয়েকশ দোকানপাট-স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উচ্ছেদ অভিযান এখনো চলছে।

বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১টা থেকে এ অভিযান শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই এ অভিযান শুরু হয় বলে জানা যায়। ডিএমপির শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন রাজউকের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ সময় দেখা গেছে,  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভেকু মেশিন ভাসমান সব দোকান গুঁড়িয়ে দেয় এবং অবশিষ্ট অংশগুলো এক এক করে ট্রাকের মধ্যে ফেলে। এ অবস্থায় তড়িঘড়ি করে ব্যবসায়ীরা তাদের জিনিসপত্র যতটা সম্ভব সরিয়ে নিচ্ছেন। তবে অনেকেই তাদের জিনিসপত্র সরানোর সময় পাননি বলে অভিযোগ করেছেন।

সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরের সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে জানিয়ে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, অভিযোগ রয়েছে এসব অবৈধ স্থাপনায় মাদক কেনাবেচার পাশাপাশি সেবনও করা হয়। সে কারণে আমরা রাজউক থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসি এবং তার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চলমান।

এর আগে, মঙ্গলবার (১৩ মে) রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকায়।