মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট ভিনসেন্ট হাসপাতালে একইসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন হাসপাতালে কর্মরত ১৪ জন নার্স।
হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, যুক্তরাষ্ট্রের উইসকনসিনের গ্রিন বে শহরে শিশুদের উন্নত চিকিৎসার জন্য পরিচিত সেন্ট ভিনসেন্ট হাসপাতালে প্রতিদিনই নারীরা সন্তান প্রসব করতে আসেন। আর এই নবজাতকদের দেখভাল করেন হাসপাতালের নার্সরা।
তবে এবার চিত্রটি সম্পূর্ণ বিপরীত। কারণ হাসপাতালে কর্মরত ১৪ জন সদস্য একই সঙ্গে মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে যাচ্ছেন।
হাসপাতালের এক কর্মকর্তা এই ঘটনাকে ‘অবিশ্বাস্য’ অভিহিত করে গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাটি দেখে মনে হচ্ছে যেন একটি বৃত্ত সম্পূর্ণ হচ্ছে। এখানে অনেকে রয়েছেন যারা প্রথমবারের মতো মাতৃত্বের অভিজ্ঞতা লাভ করতে যাচ্ছেন।’
তিনি আরও বলেন, আমাদের হাসপাতালের নার্সদের মধ্যকার সম্পর্ক খুবই গভীর। তাই এ ঘটনায় অন্যান্য নার্সরা খুবই উৎসাহিত।
আপনার মতামত লিখুন :