ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহারিয়ার আলম সাম্যের হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ থানা ঘেরাও করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (১৮ মে) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে প্রথমে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচি থেকে পুলিশকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ থানা ঘেরাও করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) রাজু ভাস্কর্যের সামনে উপস্থিত হয়ে সাম্য হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে একাত্মতা প্রকাশ করেন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, সাম্যের হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় না আনা হলে আন্দোলন আরও কঠোর হবে।
এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ এবং সাধারণ শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল শাহবাগ থানায় পুলিশের সঙ্গে বৈঠকে বসেছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাম্য হত্যাকাণ্ডসংক্রান্ত সর্বশেষ অগ্রগতি তুলে ধরার কথা রয়েছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031234404.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন