ঢাকার কেরাণীগঞ্জে বন্য সাপ অবমুক্ত করতে এসে ছিনতাইকারীর কবলে পড়েন দুইজন স্বেচ্ছাসেবী। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় ছিনতাইকারীদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৪ মে) রাত ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মো. সাইদুল ইসলাম।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-মো. রাজু ওরফে লাল চাঁন (৩০), মো. আরফান (২৯), মো. বাবু (২৩) ও মো. রাজীব বেপারী (২৪)।
সূত্র থেকে জানা গেছে, বাংলাদেশ বন বিভাগের সহায়তায় বন্যপ্রাণী সংরক্ষণ স্বেচ্ছাসেবী মো. এমরান হোসেন (৩০) ও মোহাম্মদ মুন (২৩) বন বিভাগের সহায়তায় উদ্ধারকৃত একটি সাপ অবমুক্ত করার জন্য গত ২৩ মে সকাল ১০টায় দক্ষিণ কেরাণীগঞ্জের তেঘরিয়া ঝিলমিল প্রজেক্টে যায়।
এরপর সাপটি অবমুক্ত করে ফেরার পথে ঝিলমিল প্রজেক্টের পাসপোর্ট অফিস রোড আনসার ক্যাম্পের পাশে ব্রিজের ওপর থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ক্যামেরা, লেন্স, মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনতাই করেন ছিনতাইকারীরা। এ ঘটনায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী।
প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, ২৪ মে বিকেলে অভিযান চালিয়ে শুভাট্যা উত্তর পাড়া এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ছিনতাইকৃত মালামাল ও ছিনতাই কাজে ব্যবহৃত ১টি চাইনিজ কুড়াল ও ৫টি চাকু উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :