ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এস এম শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যা মামলায় আরও আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা ১১ জনে দাঁড়াল।
মঙ্গলবার (২৭ মে) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
নতুন গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রাব্বি ওরফে কবুতর রাব্বি (২৫), মেহেদী হাসান (২৫), নাহিদ হাসান পাপেল (২১), মো. রিপন (২০), মো. সোহাগ (৩৩), মো. রবিন (১৮), মো. হৃদয় ইসলাম (২৪) ও সুজন সরকার (২৭)।
এর আগে গত ১৩ মে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত গ্রেপ্তার তিন হলেন- তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) ও পলাশ সরদার (৩০)।
গত ১৩ মে রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাম্যকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ঘটনাটি মুহূর্তেই চাঞ্চল্য সৃষ্টি করে। ঘটনার পরপরই শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের হয় এবং তদন্তভার হস্তান্তর করা হয় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে।
হত্যাকাণ্ড বিষয়ে ডিবি সূত্র জানায়, প্রথমপর্যায়ে গ্রেপ্তার হওয়া তিন আসামির স্বীকারোক্তি ও প্রযুক্তিগত সহায়তায় ডিবি পুলিশের একাধিক দল কক্সবাজার, মুন্সিগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও আটজনকে গ্রেপ্তারর করে। গ্রেপ্তারদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ডিবি জানায়, তাদের দেওয়া তথ্যে ঘটনায় ব্যবহৃত দুটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে গোয়েন্দা বিভাগ আরও জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ হত্যাকাণ্ডের পেছনে থাকা মোটিভ, পরিকল্পনা ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :