ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের পাশ থেকে উদ্ধার হওয়া হতভাগ্য এক রিকশাচালকের মৃত্যুর প্রায় ৯ ঘণ্টা পর তার পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম দুলাল সরকার (৬৫)। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চান্দের বাজার গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, ঢাকায় ভাসমান অবস্থায় বসবাস করতেন দুলাল সরকার এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির জানান, বিকেলে টিএসসির যাত্রী ছাউনির পাশে নিজের রিকশার ওপর বিশ্রাম নিচ্ছিলেন দুলাল সরকার। দীর্ঘ সময় সাড়া না পেয়ে আশপাশের পথচারী ও শিক্ষার্থীরা পুলিশকে খবর দেন।
পরে পুলিশ এসে তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক জানান, ‘হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়।’
এসআই মিঠু ফকির আরও বলেন, ‘জীবন কতটাই না অনিশ্চিত! হয়তো শুধু একটু বিশ্রাম নিতে চেয়েছিলেন তিনি, অথচ তা-ই হয়ে উঠল তার শেষ বিশ্রাম।’
রাত সাড়ে ৩টার দিকে অজ্ঞাতনামা ওই রিকশাচালকের পরিচয় নিশ্চিত হওয়া যায়। তার পরিবারের সদস্যরা ফোনে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।
পারিবারিকভাবে জানা গেছে, তাদের আর্থিক অবস্থা খুবই দুর্বল। এ কারণে আইনগত প্রক্রিয়া শেষে শাহবাগ থানার ওসি মো. খালিদ মুনসুর ব্যক্তিগত উদ্যোগে অ্যাম্বুলেন্স ভাড়া করে দুলাল সরকারের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন