রাজধানীর বনানী ক্যান্সার হাসপাতালের পেছনের এলাকায় ৯ বছর বয়সি এক পথশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ জুলাই) ভোররাতে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক জানান, ‘রাতের দিকে খবর পেয়ে আমরা বনানী ক্যান্সার হাসপাতালের পেছনের এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ওই শিশুটিকে উদ্ধার করি এবং সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।’
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, শিশুটি ফুটপাতে থাকত এবং পরিচিত কেউ ছিল না। সোমবার গভীর রাতে কে বা কারা তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।
ধর্ষণের ফলে শিশুটি গুরুতর শারীরিকভাবে আহত হয় এবং রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। তার চিকিৎসা বর্তমানে ঢামেকের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চলছে বলে পুলিশ জানিয়েছে।
তিনি আরও জানান, ‘এই জঘন্য ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে আমরা তদন্ত শুরু করেছি। ইতোমধ্যে ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’