ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

স্বামীর সঙ্গে কলহ, বাবার সাথে ফোনে ঝগড়ার পর গৃহবধূর আত্মহত্যা

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ০২:৪৬ পিএম
গৃহবধূর আত্মহত্যা। ছবি- সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় পারিবারিক কলহের জেরে মাহিনুর আক্তার (১৮) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পরিবার।

বুধবার (৩০ জুলাই) রাত ১১টার দিকে মাতুয়াইলের মৃধাবাড়ী এলাকার একটি ভাড়া বাসার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মাহিনুর মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জুয়েল মিয়ার মেয়ে। দুই বছর আগে খালাতো ভাই মাইনউদ্দিনের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়।

স্বামী মাইনউদ্দিন জানান, তিনি সুন্দরবন মার্কেটে মোবাইল পার্সের ব্যবসা করেন। মাহিনুর কিছুটা জেদি স্বভাবের ছিল। গত রাতে আমি দোকান থেকে ফিরে আসার পর তুচ্ছ একটি বিষয় নিয়ে আমাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর সে পাশের রুমে গিয়ে দরজা বন্ধ করে তার বাবার সঙ্গে উত্তেজিতভাবে ফোনে কথা বলতে থাকে।

তিনি আরও বলেন, অনেকক্ষণ হয়ে গেলেও কোনো সাড়াশব্দ না পেয়ে জানালার কাচ সরিয়ে দেখি, ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। দরজা ভেঙে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক জানায়, সে আর নেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।

এ ঘটনায় পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। আত্মহত্যার প্রকৃত কারণ জানাতে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।