ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

টঙ্গীতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুর মৃত্যু, বাবা-মা হাসপাতালে

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০১:০০ পিএম
ছবি- সংগৃহীত

গাজীপুরের টঙ্গী উপজেলার মিরেরবাজার এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক পরিবারে স্বামী-স্ত্রী গুরুতর দগ্ধ হন এবং তাদের চার মাসের শিশু পুত্র ঘটনাস্থলেই প্রাণ হারায়।

দগ্ধ মো. রিপনের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার চারিয়া বাজার গ্রামে। বর্তমানে তিনি পরিবার নিয়ে টঙ্গী এলাকায় ভাড়া থাকতেন এবং স্থানীয় গাজী গ্রুপে কর্মরত ছিলেন।

রোববার (৩ আগস্ট) ভোর ৪টা থেকে ৫টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। দগ্ধ রিপন (২৩) এবং তার স্ত্রী হাফিজা বেগম (২০) বর্তমানে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। নিহত শিশুর নাম রায়হান। তার বয়স আনুমানিক চার মাস।

রিপনের চাচাতো ভাই রাসেল জানান, রান্নাঘরে সিলিন্ডারের চুলা জ্বালানোর পরপরই বিস্ফোরণ ঘটে। আমরা ধারণা করছি, ঘরে জমে থাকা গ্যাসই এই দুর্ঘটনার কারণ। ঘটনার সময় ঘরের দরজা-জানালা বন্ধ ছিল। বিস্ফোরণের পর গুরুতর দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, রিপনের শরীরের ৮০ শতাংশ এবং তার স্ত্রীর ৭০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক, তাই আইসিইউতে রাখা হয়েছে। শিশু রায়হানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।