ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৬:৩৭ পিএম
প্রতীকী ছবি। ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকার নির্মাণাধীন একটি ভবনের তৃতীয় তলা থেকে পড়ে মো. সাকিব (১৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাকিব চাঁপাইনবাবগঞ্জের শ্রীপুর উপজেলার রাজবাড়ী গ্রামের এবাদুল মিয়ার ছেলে।

নিহতের মামা ইজাদুল জানান, আমার ভাগ্নে নির্মাণ শ্রমিকের কাজ করতো। আজ বিকেলের দিকে ফকিরাপুলে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই যুবকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।